Subscribe Now :
https://goo.gl/FDqyx1
আগামী ২৮ আগস্ট মুক্তি পেতে যাচ্ছে রিকিয়া মাসুদো’র পরিচালনায় ‘দ্য স্টোরি অব সামারা’। রাজধানীর একটি রেস্টুরেন্টে ১৫ জুন দুপুরে প্রকাশ করা হল ছবিটির অডিও অ্যালবাম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছবিটির নায়ক সাঞ্জু, নায়িকা শিবা আলী খান ও ইমু। এছাড়া উপস্থিত ছিলেন ছবিটির প্রডিউসার জানে আলম। পরিচালক রিকিয়া মাসুদো দেশের বাইরে থাকায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনির্মাতা সোহানুর রহমান সোহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুণী নির্মাতা মনতাজুর রহমান আকবর।
প্রধান অতিথির বক্তব্যে সোহানুর রহমান সোহান বলেন, ‘আমাদের দেশে আগে যেমন সিনেমার সুপারহিট গান তৈরি হত। তুলনামূলক এখন তেমন গান তৈরি হচ্ছে না। সবাই একই ধাঁচের গান তৈরি করছে। নতুন প্রজন্মের শিল্পীদের কাছে আমার আশা থাকবে তারা যাতে আমাদের আরো ভালো ভালো গান উপহার দেন’। এছাড়াও তিনি ‘দ্য স্টোরি অব সামারা’ ছবির সফলতা কামনা করেন।
ছবিটির প্রডিউসার জানে আলম বলেন, ‘ছবিটি নির্মাণ করতে আমাদের অনেক প্রতিবন্ধকতায় পড়তে হয়েছে। তবে সকল বাধা কাটিয়ে অবশেষে আমারা ছবিটি মুক্তি দিচ্ছি। আমাদের ছবির গানগুলোও অনেক ভালো মানের। আশা করছি শ্রোতাদের কাছে ভালো লাগবে’।
ছবিটিতে আরো অভিনয় করছেন আমান খান, পিয়া, শিমুল খান, এটিএম শামসুজ্জামান, কাবিলা প্রমুখ।
see more: http://www.dhallywood24.com/17459
আগামী ২৮ আগস্ট মুক্তি পেতে যাচ্ছে রিকিয়া মাসুদো’র পরিচালনায় ‘দ্য স্টোরি অব সামারা’। রাজধানীর একটি রেস্টুরেন্টে ১৫ জুন দুপুরে প্রকাশ করা হল ছবিটির অডিও অ্যালবাম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছবিটির নায়ক সাঞ্জু, নায়িকা শিবা আলী খান ও ইমু। এছাড়া উপস্থিত ছিলেন ছবিটির প্রডিউসার জানে আলম। পরিচালক রিকিয়া মাসুদো দেশের বাইরে থাকায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনির্মাতা সোহানুর রহমান সোহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুণী নির্মাতা মনতাজুর রহমান আকবর।
প্রধান অতিথির বক্তব্যে সোহানুর রহমান সোহান বলেন, ‘আমাদের দেশে আগে যেমন সিনেমার সুপারহিট গান তৈরি হত। তুলনামূলক এখন তেমন গান তৈরি হচ্ছে না। সবাই একই ধাঁচের গান তৈরি করছে। নতুন প্রজন্মের শিল্পীদের কাছে আমার আশা থাকবে তারা যাতে আমাদের আরো ভালো ভালো গান উপহার দেন’। এছাড়াও তিনি ‘দ্য স্টোরি অব সামারা’ ছবির সফলতা কামনা করেন।
ছবিটির প্রডিউসার জানে আলম বলেন, ‘ছবিটি নির্মাণ করতে আমাদের অনেক প্রতিবন্ধকতায় পড়তে হয়েছে। তবে সকল বাধা কাটিয়ে অবশেষে আমারা ছবিটি মুক্তি দিচ্ছি। আমাদের ছবির গানগুলোও অনেক ভালো মানের। আশা করছি শ্রোতাদের কাছে ভালো লাগবে’।
ছবিটিতে আরো অভিনয় করছেন আমান খান, পিয়া, শিমুল খান, এটিএম শামসুজ্জামান, কাবিলা প্রমুখ।
see more: http://www.dhallywood24.com/17459
Audio Launching | Story of Samara | Bengali Movie (2015) | Sanj Jhon | Shiba Ali Khan | |
65 Likes | 65 Dislikes |
17,034 views views | 1,003,744 followers |
Entertainment | Upload TimePublished on 15 Jun 2015 |
Không có nhận xét nào:
Đăng nhận xét